শিক্ষার্থীদের দাবির মুখে চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী জানান, ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার এ সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হলো।’
এ বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বার বার মিছিল মিটিং হওয়ার কারণে ক্লাসের পড়াশোনায় প্রভাব পড়েছে। ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এভাবে মিছিল–মিটিং চললে ছাত্ররা আতঙ্কিত হয়ে যায়। অভিভাবকরা আতঙ্কিত হয়। তাই অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ডেকে সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে কলেজে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। যদিও অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে শিবির। এরপর গত ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজের অবস্থান। পাশাপাশি রয়েছে সরকারি হাজী মোহাম্মদ মসিন কলেজ। দীর্ঘ সময় ধরে কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে কলেজ দুটির নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ। এরপর থেকে কলেজ দুটিতে আধিপত্য বিস্তারের চেষ্টায় রয়েছে ছাত্রশিবির ও ছাত্রদল।
আরও পড়ুন: বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা