রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রাতে দুই বাসে আগুন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৩ ১০:১২ : অপরাহ্ণ
আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত ও সমমনা জোটের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন শেষে রাতে রাজধানী ও নারায়ণগঞ্জে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় সড়কে পার্ক করা শ্যামল বাংলা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

এর আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ আহত হয়নি।

মন্তব্য করুন


আরও খবর