বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

মাইজভান্ডারীর ওরশে লাখো ভক্তের ঢল

নিরপেক্ষ নির্বাচন নিয়ে আস্থার সংকট দেখা দিয়েছে: সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২৩ ৭:১৭ : অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
Rajnitisangbad Facebook Page

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।

তিনি বলেন, ‘আমরা চাই, সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

আজ শনিবার চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফে আয়োজিত এক ইসলামী মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুফি সাধক শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী (রহ.) এর ১২তম ওরশ শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখো ভক্তের পদভারে মুখরিত হয়ে ওঠে মাইজভান্ডার দরবার শরীফ।

ওরশের আজ সমাপনী দিবসে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যদি অতি আগ্রহ দেখায়, তাহলে বুঝতে হবে তার অন্য কোনো উদ্দেশ্য আছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ কাম্য নয়। যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। জনগণকে যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যেন এই দেশ ইরাক, ইরান, সিরিয়া ও আফগানিস্তানের মতো না হয়।’

আরও পড়ুন: সুপ্রিম পার্টি কার সঙ্গে জোট করবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে

মাইজভান্ডার দরবার শরীফের এই ইমাম বলেন, ‘মাইজভান্ডারী দর্শনে সন্ত্রাস জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্মীয় বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। তাই আলেম ওলামাসহ দায়িত্বশীলদের বক্তৃতা বিবৃতি ও লেখনীতে সতর্ক হতে হবে। এই দরবার শরীফের মহাত্মাগণ সব সময় শান্তি-সম্প্রীতি, সহাবস্থান ও গণকল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।’

ইসলামী মহাসম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর খান, সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অতিরিক্ত মহাসচিব মুফতি খাজা বাকি বিল্লাহ আল আজহারী, স্থায়ী পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, এটিএম সামশুল আলম বকুল, স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব অ্যাড. জালাল উদ্দিন, মো. আসলাম হোসাইন, চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন ভুইয়া, ফেনী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মুন্সিগঞ্জ জেলা সভাপতি এসএম বারী, গাজীপুর জেলা সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস ছাত্তার ছিদ্দিকী, মাওলানা বাকের আনছারী, মাওলানা এইচএম মাকসুদুর রহমান, মাওলানা হাফেজ নাজের হোসাইন প্রমুখ।

দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর