বুধবার, ২২ মে, ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২৪ ১০:০৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আবারও জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রল আড়াই টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫ টাকা ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত ৩১ মার্চ লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করে সরকার। তবে অপরিবর্তিত থাকে পেট্রল, অকটেনের দাম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এখন থেকে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। এতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য ঘোষণা করবে সরকার।

আইএমএফের কাছ থেকে সরকার ৪ বিলিয়ন ডলার ঋণ নেয়। এই ঋণের শর্ত ছিল জ্বালানি, বিদ্যুৎ কৃষিসহ বেশ কিছু খাতে ভর্তুকি তুলে দেওয়া। এরই অংশ হিসেবে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর