রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

বৃষ্টির পানিতে ঘরবন্দি চট্টগ্রামের সিটি মেয়র!


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২৩ ৪:৪১ : অপরাহ্ণ
বৃষ্টিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়ির উঠানে হাঁটুপানি। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। রাস্তাঘাটের পাশাপাশি নগরীর বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে পানি।

বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িও। মেয়রের দোতলা বাড়ির উঠানে এখনো থৈ থৈ করছে হাঁটুপানি। এতে মেয়র রেজাউল করিম ঘরবন্দি হয়ে পড়েছেন।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে মেয়রের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা যায়।

বাড়ির নিরাপত্তাকর্মীরা জানান, গত রাতে বৃষ্টি শুরুর পর সামনের রাস্তায় পানি জমতে থাকে। ভোরে ভারী বৃষ্টিতে পানি উঠানে চলে আসে।

মেয়রের বাড়ি যেখানে অবস্থিত, সেই এলাকাটি বহদ্দারবাড়ি নামেই পরিচিত। দেখা যায়, হাঁটু সমান পানি উঠে গেছে বহদ্দারবাড়ির সড়কে। মেয়রের বাড়ির প্রবেশপথ থেকে সামনে যত দূর সড়কটি এগিয়েছে, পুরোটাই জলাবদ্ধ। সড়ক পেরিয়ে পানি ঢুকে পড়েছে মেয়রের বাড়ির উঠান আর নিচ তলায়। বাড়ির উঠোনে রাখা মেয়রের গাড়ির চাকাও পানির নিচে ডুবে আছে।

মেয়রের বাড়ির একজন নিরাপত্তাকর্মী জানান, আগে মেয়র বাড়ির নিচ তলার কক্ষে থাকতেন। তবে নিয়মিত পানি ওঠার কারণে এখন তিনি দ্বিতীয় তলায় থাকেন।

মেয়রের বাড়ির সামনে দিয়ে প্যান্ট উঁচিয়ে ও জুতা হাতে প্রবেশ করছিলেন সাহাব উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের কথা বাদ দিন, মেয়রও পানিবন্দি হয়ে আছেন। কবে যে এ থেকে চট্টগ্রামবাসীর মুক্তি মিলবে সেটাই এখন দেখার বিষয়।’

মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী মোস্তফা জামাল চৌধুরী বলেন, এর আগেও মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি উঠেছিল। তবে এ বছর আজ প্রথম পানি উঠলো।

এদিকে টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। সড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে কাজে বের হওয়া মানুষজন।

বৃষ্টির পানিতে নগরের কর্নেলহাট সিডির আবাসিক এলাকা, চান্দগাঁও, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, চাক্তাই, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।

অতিবৃষ্টিতে নগরীর টাইগার পাস এলাকায় পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর