শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

নয়াপল্টনের সমাবেশে সরকারকে ফখরুল

খেলার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২৩ ৭:০১ : অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খেলার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসুন, খেলা হোক, ভোট হোক।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি ও ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বিদেশি চাপ নয়, বিবেকের চাপ অনুভব করছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আজ সমাবেশে অট্টহাসিতে ফেটে পড়েন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ওদের (সরকার) বিবেক আছে! তারা আবার চাপ অনুভব করে! তাদের কথা-কাজে কোনো মিল নেই। যখন মানুষ দিশেহারা হয়ে যায়, যখন চতুর্দিকে অন্ধকার দেখতে থাকে, তখন প্রলাপ বকতে থাকে।’

তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। যার (তারেক রহমান) নেতৃত্বে আমরা দেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করছি, তখন তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।’

সরকারকে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার যেনতেনভাবে টিকে থাকার জন্য নানা ক্যারিকেচার করছে। কিন্তু ক্যারিকেচার করে কোনো লাভ হবে না। এই সরকারের সময় শেষ। তারেক রহমানকে সাজা দেওয়ার আগে ভাবুন যে, এ দেশের মানুষ আপনাদেরও হিসাব নেবে। এভাবে সাজা দিয়ে, কারাগারে নিয়ে, মামলা দিয়ে, গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবেন না। আমরা রাস্তায় নেমেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ জেগে উঠেছ। একটিমাত্র লক্ষ্য এই সরকারের পতন চায় তারা।’

বিদেশিদের নয়, বিএনপি মানুষের কথা শুনছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কী বললো, যুক্তরাজ্য কী বললো বা ভারত কী বললো, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার, দেশের মানুষ কী বলছে। দেশের মানুষ খুব পরিষ্কার করে বলছে-তোমাদের (সরকার) আর সময় নাই, যেতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সমাবেশে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজারো নেতা-কর্মী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর