শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

ঢাকা-১৭ আসনে ভোট ১৭ জুলাই


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ জুন, ২০২৩ ১২:৫৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট গ্রহণ ১৭ জুলাই। এ উপনির্বাচনের ভোট হবে ব্যালটে।

প্রসঙ্গত, গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর