বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ইভিএমে কিছু ত্রুটি ছিল, তবুও ফলাফল মেনে নিয়েছি: আজমত উল্লা


রাজনীতি সংবাদ প্রতিনিধি, গাজীপুর প্রকাশের সময় :২৬ মে, ২০২৩ ২:৪৪ : অপরাহ্ণ
গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেছেন, ইভিএমে কিছু ত্রুটি থাকলেও ফলাফল মেনে নিয়েছি।

আজ শুক্রবার গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজমত উল্লা খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে অনেকে ভোট দিতে পারে নাই। এরপরও আমি রায় মেনে নিয়েছি।

অন্য কেউ পরাজিত হলে কি মেনে নিতো কি না-সেই প্রশ্ন রাখেন তিনি।

কী কারণে পরাজয় হলো জানতে চাইলে আজমত উল্লা বলেন, কী কী কারণ ছিলো তা জানানো হবে।

আরও পড়ুন: জাহাঙ্গীরের কারিশমা, জায়েদার অবিশ্বাস্য জয়

গতকাল অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী (টেবিল ঘড়ি) প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোটস পেয়ে নির্বাচিত হন সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন জায়েদা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর