শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, বাসে আগুন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ মে, ২০২৩ ৪:২৭ : অপরাহ্ণ
বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ করছে পুলিশ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ পদযাত্রা কর্মসূচি পালন করে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আগে থেকেই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি এলে পুলিশ সড়কে ব্যারিকেড দেয়।

নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এসময় পুলিশ কয়েকটি টিয়ারসেল নিক্ষেপ করে। পরে বিএনপি কর্মীরা পার্শ্ববর্তী একটি গলি থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়। এসময় তারা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন।

ঢাকায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, বিআরটিসির বাসে আগুন

পরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউলকে আটক করে নিয়ে যায় পুলিশ।

রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালায়।

আরও পড়ুন: রাজশাহী বিএনপির কার্যালয় ঘিরে সোয়াত টিম, পদযাত্রা করতে পারলো না বিএনপি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর