শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

টিসিবির লম্বা লাইনই আওয়ামী উন্নয়নের জ্বলন্ত উদাহরণ: খসরু


রাজনীতি সংবাদ প্রতিবেদক, প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২৩ ১০:২২ : অপরাহ্ণ
আজ চট্টগ্রামে যুবদলের অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নেতাকর্মীদের চরম আন্দোলনের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই। টিসিবির লম্বা লাইনই আওয়ামী উন্নয়নের জ্বলন্ত উদাহরণ। সবাই তাকিয়ে আছে শেখ হাসিনার পতনের দিকে।’

আজ শনিবার যুবদল চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ‘এখন রোজা হলেও আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। চট্টগ্রামের বিশাল সমাবেশ থেকে আন্দোলনের শুরু হয়েছিল। এই বীর চট্টলা থেকেই পরবর্তী চূড়ান্ত আন্দোলনের যাত্রা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‌‘বিনা আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার নজির সারা দুনিয়ার কোথাও নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। নানান কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের অসহায়ত্ব এখন প্রকাশ পাচ্ছে। এ অবস্থায় আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আওয়ামী লুটপাটের ইতিহাস বহু পুরোনো। ৭৪ এর পুনরাবৃত্তি চলছে বর্তমানে। মানুষের বাকস্বাধীনতা নেই বিধায় মানুষ সরকারের সমালোচনা করতে পারছে না। বাকশালী কায়দায় দেশ চলছে এখন।’

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘যুদ্ধের ময়দানে লড়তে এসেছি। আমরাই লড়বো, আমরাই গড়বো। দেশের মানুষ সরকারের পতন চায়, খালেদা জিয়ার মুক্তি চায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মুহাম্মদ শাহেদ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর