বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

স্বাধীনতা দিবসে চট্টগ্রাম নগর বিএনপির র‌্যালি


রাজনীতি সংবাদ প্রতিবেদন, চট্টগ্রাম প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৩ ৯:১৫ : পূর্বাহ্ণ
মহান স্বাধীনতা দিবস উপল‌ক্ষ্যে চট্টগ্রাম নগরীতে র‌্যালি বের করে বিএনপি।
Rajnitisangbad Facebook Page

মহান স্বাধীনতা দিবস উপল‌ক্ষ্যে চট্টগ্রাম নগরীতে র‌্যালি বের করেছে বিএনপি। নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে এই র‌্যালিতে দলটির হাজারো নেতাকর্মী অংশ নেন।

আজ রোববার নগরীর দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালির পূর্বে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন নগর বিএনপি নেতৃবৃন্দ। এরপর সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন বলেন, আমাদের দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছে, আজ স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হলেও অর্জন শূন্যের কোটায়। দুর্নীতি ও দুঃশাসনের মধ্য দিয়ে এ আওয়ামী লীগ সরকার ১৪ বছর অতিবাহিত করেছে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর অতিবাহিত হলেও বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ভোটার অধিকার নেই, সর্বোপরি মানবাধিকার বলতে কিছুই নেই। আছে শুধু একদলীয় শাসন ব্যবস্থা। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষ তাদের সমস্ত অধিকার হারিয়ে ফেলেছে। প্রতিটি জিনিস সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার ঊর্ধ্বে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে স্বাধীনতা দিবসে আমাদের শপথ নিতে হবে।

নগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। এটাই হচ্ছে প্রকৃত ইতিহাস।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, শ্রমিক দ‌লের শেখ নূরউল্লাহ বাহার, যুবদ‌লের কেন্দ্রীয় সদসস্য সাইফুর রহমান স্বপথ, নগর ছাত্রদ‌লের আহ্বায়ক সাইফুল আলম, তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু ও সদস্য সচিব ম‌নিরুজ্জমান মুরাদ ও মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর