শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

জেলে জোর করে সই নেওয়া হয়েছিল, দাবি মান্নার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৩ ১০:৪৪ : অপরাহ্ণ
মাহমুদুর রহমান মান্না
Rajnitisangbad Facebook Page

জেলখানায় জোর করে সাদা কাগজে সই নেওয়া হয়েছিল দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এ সরকার আমাকে চার বছর কারাগারে আটকে রেখেছিল, কোনো অভিযোগ দাখিল করা হয়নি। পাসপোর্ট আটকে রাখা হয়েছে। আমি জেলখানায় দুই বছরে যে কাণ্ড দেখেছি, যারা ক্ষমতায় আছে এরা মানুষ না।’

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জনতার অধিকার পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নিরীহদেরকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্বাধীন বাংলাদেশে প্রথম ব্যালট বাক্স লুট হয়েছিল আওয়ামী লীগের আমলে। প্রথম ভোটের ফলাফল পরিবর্তন করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ।’

সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের একটাই লড়াই। সে লড়াই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই সরকারের অধীনে আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দাবি আদায়ে আগামী ১৮ মার্চ ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের যুগপৎ আন্দোলনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে।’

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর