বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৭ শিক্ষকের পদত্যাগ


রাজনীতি সংবাদ প্রতিবেদন, চট্টগ্রাম প্রকাশের সময় :১২ মার্চ, ২০২৩ ২:৪২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, সহকারী প্রক্টরসহ ১৭ জন শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে একসঙ্গে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু, আই কিউ এ সি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক অনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রুপা, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ, রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক সাকিলা তাসমি, দেশনেত্রী খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, ড. শাহ আলম, উম্মে হাবিবা এবং আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর।

এরই মধ্যে দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টরের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন প্রক্টর করা হয়েছে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকনউদ্দিন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়।

এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন অধ্যাপক ড. মহিবুল আজীজ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর