শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদ, সম্পাদক শাহজাহান


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৫ : পূর্বাহ্ণ
সভাপতি এস এম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আবারও নেতৃত্বে এসেছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম। তাকে নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহানকে।

সম্মেলনের ৮ মাস পর গতকাল সোমবার রাতে যুবলীগের কেন্দ্র থেকে ৩২ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ৯ জনকে সহসভাপতি করা হয়েছে। এরা হলেন-সামসুদ্দোহা সিকদার আরজু, মো. নুরুল মোস্তফা মানিক, অ্যাড. দীপক কান্তি দত্ত, রাজিবুল আহসান সুমন, মো. মিজানুর রহমান, মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবুল, আশেক ই ইলাইহী সোহেল, মো. মোশারফ হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন তিনজন। এরা হলেন-সৈয়দ মঞ্জুর আলম, মো. এরশাদ হোসেন, আব্দুল করিম।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজনকে। এরা হলেন-আবুল বসর, মো. ফোরকান, এম এ খালেদ চৌধুরী ও মো. আবু তৈয়ব।

এছাড়া গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জি. মো. শাহজাহান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণ সম্পাদক মো. সাহেদ সরওয়ার, সমাজকল্যাণ সম্পাদক মো. রাশেদ খান, সাংস্কৃতিক সম্পাদক মো. ওসমান চৌধুরী, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এম আল নোমান, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন মান্না, পরিবেশ সম্পাদক ইঞ্জি. মো. হাছান মুরাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবু সৈয়দ, সদস্য: অ্যাড. এস এম অহিদুল্লা, মো. ফজলে কাদের, বাবলু।

আরও পড়ুন: যুবলীগের সভাপতি পদেও তদবির ছাড়াই বাজিমাত করতে চান রাশেদ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর