বুধবার, ২২ মার্চ, ২০২৩ | ৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

লোকারণ্য নয়াপল্টন, নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৩ : অপরাহ্ণ
দুপুর ২টায় সমাবেশ শুরুর আগে এরই মধ্যে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার দুপুর দুটায় বিএনপির সমাবেশ শুরু হবে। কিন্তু এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। নয়াপল্টন এলাকা এখন লোকে-লোকারণ্য।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের ১০টি বিভাগীয় শহরে আজ বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

সারাদেশে সমাবেশ সফল ও আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে গত এক সপ্তাহ বিএনপির নেতারা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, পথসভা ও প্রচার-প্রচারণা চালান। এমন তৎপরতায় সমাবেশগুলোতে গণজাগরণ হবে বলে আশাবাদী তারা।

ঢাকার সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন


আরও খবর