শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন, নেই যাত্রীদের ভিড়


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ জানুয়ারি, ২০২৩ ১০:৩৪ : পূর্বাহ্ণ
মেট্রোরেল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের এক মাসের কম সময় পর মিরপুরের পল্লবী স্টেশনটি চালু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় এ স্টেশনের কার্যক্রম।

উত্তরা থেকে মেট্টোরেলের একটি ট্রেন মিরপুরের পল্লবী স্টেশনে পৌঁছে সকাল ৮টা ৩৫ মিনিটে।

যাত্রী ওঠানামায় দুই মিনিট সময় নেওয়ার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশ্য রওনা হয় ৮টা ৩৭ মিনিটে।

পল্লবী থেকে আগারগাঁও পৌঁছতে সময় লাগে মাত্র সাত মিনিট।

তবে প্রথম দিনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।

সহজেই যাত্রীরা টিকিট কেটে ট্রেনে চড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেট্রোরেলের কয়েকজন যাত্রী জানান, প্রথমদিকে মানুষ আসতো মেট্রোরেলে ঘুরতে। আগারগাঁও বা উত্তরা স্টেশন চালু হওয়ার পর দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি। আমরা এখন যারা চড়ছি তারা বেশিরভাগ অফিসগামী যাত্রী। দর্শনার্থীর সংখ্যা কম বলেই যাত্রীর চাপ কম।

জানা যায়, পল্লবী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। দিয়াবাড়ীর ভাড়াও ৩০ টাকা।

আরও পড়ুন: মেট্রোরেলে যেভাবে ভ্রমণ করবেন

কর্তৃপক্ষ বলছে, আগামী ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনে মেট্রোরেল থামবে।

১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ী-আগারগাঁও রুটে স্টেশনের সংখ্যা ৯টি। আজ পল্লবীসহ সচল হচ্ছে তিনটি। উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে আগামী ২৬ মার্চ থেকে ট্রেন থামবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন উত্তরা থেকে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রো রেলে চড়ে আগারগাঁও স্টেশনে আসেন তিনি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের যাত্রী পরিবহন শুরু হয়।

আরও পড়ুন: টিকিট কেটে মেট্রোরেলে চড়লেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর