মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ | ৩ বৈশাখ, ১৪৩১ | ৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ঢাকায় বিএনপির গণমিছিল আজ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২২ ১১:১০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল নিয়ে আজ শুক্রবার রাজধানীতে একযোগে মাঠে নামছে বিএনপিসহ ৩৩ রাজনৈতিক দল।

বিএনপির পূর্বঘোষিত এই গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে ঢাকায় এই কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির মধ্য দিয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের দিনটিও ‘কালো দিবস’ হিসেবে পালন করবে বিরোধীরা।

সূত্র জানায়, ৩০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে, ১২ দলীয় জোট বিজয়নগরে, গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি পূর্ব পান্থপথ থেকে মিছিল বের করবে। পৃথক মিছিল বের করবে জামায়াতে ইসলামীও। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়।

দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। আর বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে দিনটি ‘কালো দিবস’ হিসেবে পালন করে। এবার দিনটিতে গণমিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল।

বিএনপি নেতারা কে কোথায় থাকবেন

বিএনপির গণমিছিল বাস্তবায়নের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওইদিন দুপুর আড়াইটার মধ্যে স্ব স্ব স্থানে থেকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বিএনপির স্থয়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যরিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

সার্বিক সহযোগিতা ও সমন্বয় দায়িত্বে থাকবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, এডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্য সচিবরা। এ ছাড়াও নাইটিঙ্গেল মোড়ে থাকবে মহিলা দল, ঢাকা ব্যাংকের সামনে থাকবে ছাত্রদল, আনন্দ ভবনের সামনে কৃষকদল, কড়াই গোস্তের সামনে থাকবে যুবদল, ভিক্টরি হোটেল সামনে পেশাজীবী ও মুক্তিযোদ্ধা দল হকস বের সামনে স্বেচ্ছাসেবক দল, জোনাকি হলের সামনে শ্রমিক দল, পল্টন থানার উল্টো দিকে মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাস, ফকিরাপুল দৈনিক বাংলা সড়কে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনরপি মিছিল নিয়ে রওনা হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর