শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ভোট হবে ব্যালটে: সিইসি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:০২ : অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
Rajnitisangbad Facebook Page

রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালটে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক সংকট হবে না; বরং রাজনৈতিক সমঝোতা হলে ভোট হবে ব্যালটে। যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।

সিইসি দাবি করেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে। ইভিএম নিয়ে যে ডিজিটাল জালিয়াতির কথা বলা হচ্ছে, তা সম্ভব নয়।

বিশিষ্ট ৩৯ নাগরিকদের বিবৃতি প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে ৩৯ নাগরিক যে বক্তব্য দিয়েছেন, তারা ইভিএমের ত্রুটির বিষয়টি কমিশনে এসে তুলে ধরুক।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর