শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, তা প্রধানমন্ত্রী জানেন: কাদের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২২ ২:২৯ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

বেফাঁস মন্তব্যের পর ভারত সফর থেকে বাদপড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা, সেটা প্রধানমন্ত্রী জানেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে মোমেনের বাদ পড়ার পেছনে ওই মন্তব্য মূল কারণ নাও হতে পারে বলে জানান তিনি।

আজ বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদি এসেছেন, তখন কি (তাদের) পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন।’

ভারত সফর থেকে মোমেনের বাদ পড়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তার বাসা থেকে শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। এখন এজন্য তার কোনো পরিবর্তন, কিছু দিন আগে তার হয়তো একটা স্লিপ হয়েছে, কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা- এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারো কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।’

ভারত সফরে শেখ হাসিনা খালি হাতে ফিরছেন-বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত থেকে খালি হাতে ফিরছেন না প্রধানমন্ত্রী। বর্তমান সংকটে জনগণকে বাঁচাতে সবই ভারত থেকে পাওয়া গেছে। আমরা কয়েকটি সমঝোতা স্মারকে চুক্তিবদ্ধ হয়েছি। তিস্তার পানি চুক্তি হয়নি, তবে কুশিয়ারা চুক্তি হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো সেটিও সম্পন্ন হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর