বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

‘তেলের দাম ৫ টাকা কমানো গরু মেরে জুতা দান ছাড়া কিছু নয়’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২২ ১১:৩৯ : অপরাহ্ণ
মাহমুদুর রহমান মান্না
Rajnitisangbad Facebook Page

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানো ‘গরু মেরে জুতা দান’ ছাড়া কিছুই নয়।

সোমবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

এর আগে এদিন ডিজেল-পেট্রল-অকটেন-কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানোর ঘোষণা দেয় সরকার।

মাহমুদুর রহমান বলেন, ‘এর আগে গত ৬ আগস্ট জনগণের ক্রয়ক্ষমতাকে বিবেচনা না করে ৮৯ টাকার অকটেনে ৪৬ টাকা, ৮৬ টাকার পেট্টোলে ৪৪ টাকা, ৮০ টাকার ডিজেলে ৩৪ টাকা, ৮০ টাকার কেরোসিনে ৩৪ টাকা বৃদ্ধি করে সরকার। প্রতি লিটারে প্রায় ৫০% দাম বাড়িয়ে আজ প্রায় ৩% দাম কমানোর ঘোষণা করেছে জুলুমবাজ সরকার। এটি নিছক প্রতারণাকারী ব্যবসায়ীর মতো। ৪০ টাকা দাম বাড়িয়ে ৫ টাকা ডিসকাউন্ট প্রদানের মতো করেছে তারা, যা গরু মেরে জুতা দান ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘জনগণের জন্য ভর্তুকি না বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করাতে চায় সরকার। এটি জনগণের সঙ্গে নিছক তামাশা বৈকি। এর কারণ সরকারের হাতে টাকা নেই, প্রয়োজনীয় কিছু কেনার যথেষ্ট ডলার নেই। জোর করে ক্ষমতা দখল করে দুর্নীতি, লুটপাট করে আজ দেশকে বড় অর্থসংকটে ফেলে দিয়েছে সরকার। জনগণ বলছে, সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে শ্রীলঙ্কার পথে নিয়ে এসেছে সরকার।’

মাহমুদুর রহমান বলেন, ‘সরকারের এই গরু মেরে জুতা দানে নাগরিক ঐক্য তীব্র অসন্তোষ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি। জনগণকে সংহত করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের গণতান্ত্রিক আন্দোলনে নাগরিক ঐক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর