সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মোংলায় সম্প্রীতি সমাবেশ


প্রতিনিধি, মোংলা প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২২ ৯:০২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-স্লোগানে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মোংলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলার দিগরাজ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ব্রেভ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, মোংলা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম, দিগরাজ মিয়াপাড়া জামে মসজিদের ইমাম মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক অসিত সরকার, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু শেখর বিশ্বাস, শ্যামল দেওয়ান, শিক্ষক নিরাপদ হালদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির রায়, পুরোহিত বিভূদান সরদার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ব্রেভ প্রকল্পের মোংলার সমন্বয়কারী কাজী মিজানুর রহমার, দিগরাজ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি, প্রসেনজিৎ সরদার, ব্রেভ ইয়ুথ লিডার হাছিব সরদার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ হওয়ার কথা ছিলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণহীন বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে বার বার অসাম্প্রায়িক চেতনার বাংলাদেশের উপর আঘাত হানছে।

বক্তারা আরো বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে। বক্তরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর