শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ঢাকার তিন রুটে নামছে নতুন ২০০ বাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ জুন, ২০২২ ৩:৫৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানী ঢাকার তিন রুটে আগামী ১ সেপ্টেম্বর ২০০টি নতুন বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ তাপস বলেন, ‘১৫০টি নতুন বাস এবং বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নগর পরিবহনের নতুন তিনটি রুট। ২২ নম্বর রুটে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাস, ২৩ নম্বর রুটে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে বিআরটিসির ৫০টি ডাবল ডেকার বাস নিয়ে এই তিনটি রুট চালু হবে।’

রেশনালাইজেশন কমিটির নকশায় ২২ নম্বর রুটটি হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

২৩ নম্বর রুট হচ্ছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়ের বাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড পর্যন্ত।

২৬ নম্বর রুট হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

মেয়র জানান, ৩১ জুলাইয়ের মধ্যে বাস বে নির্মাণ, টিকিট কাউন্টার প্রস্তুতসহ অন্যান্য কাজ শেষ হবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর