শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, বাড়লো শনাক্ত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ জুন, ২০২২ ৪:৪২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে করোনাভাইরাসে শনাক্তের সঙ্গে এখন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় শনাক্ত হয়েছে ৮৭৪ জন।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার করোনায় একজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৮৭৩ জনের।

আরও পড়ুন:

মৌসুমীর ‘ভাঙন’ এখন প্রকাশ্যে

পরীমনির জন্য কী শাস্তি অপেক্ষা করছে

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন।

এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর