বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

‘বাজেটে উচ্চবিত্তরা জিতেছেন, নিম্ন-মধ্যবিত্তরা হেরেছেন’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ জুন, ২০২২ ১:৪৬ : অপরাহ্ণ
আজ রাজধানীর লেক শোর হোটেলে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মনে করে, অর্থমন্ত্রীর প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে টাকা পাচারকারীরা ও উচ্চবিত্তরা জিতেছেন। অন্যদিকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ উপেক্ষিত হয়েছেন বা হেরেছেন।

আজ শুক্রবার রাজধানীর লেক শোর হোটেলে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।

বাজেটের পর্যালোচনার বিস্তারিত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

গতকাল বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ শতাংশ কর দিয়েই বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার কথা জানান।

এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘যারা ব্যাংক ঋণ নিয়ে দুর্নীতি করে অন্যায়ভাবে অর্থ নিয়ে গেছে তাদের আবার সুযোগ-সুবিধা দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা চরমভাবে অনৈতিক। এই ধরণের উদ্যোগ নৈতিকতা পরিপন্থী। যারা সৎ করদাতা তাদের নিরুৎসাহিত করা, নৈতিকভাবে তাদের ডিমোরালাইজড (নীতিভ্রষ্ট) করার একটা প্রচেষ্টা। অন্যদিকে, যারা অবৈধ উপায়ে অর্থ-সম্পদ বাইরে নিয়ে যায়, তাদের কিন্তু প্রকারান্তরে উৎসাহিত করা হয়েছে।’

নতুন বাজেটে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার যে লক্ষ্য ধরেছেন তা কোনোভাবেই সম্ভব নয় জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘বর্তমান চড়া মূল্যের বাজরে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে রাখার যে প্রাক্কলন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনও মিল নেই। সরকারি হিসাবেই এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২৯ শতাংশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম বাড়ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর থেকেই বিশ্ববাজারে বাড়ছে পণ্যমূল্য।’

ফাহমিদা খাতুন বলেন, ‘অর্থমন্ত্রী এই সংকটকালে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে কীভাবে আটকে রাখবেন আমাদের কাছে তা বোধগম্য নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো মুনতাসির কামাল, সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তোফিকুল ইসলাম খান এবং রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর