শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি: নূপুর শর্মার গ্রেপ্তার দাবি

কাতার বিশ্বকাপে ভারতীয়দের ভিসা বাতিল, কলকাতায় সড়ক অবরোধ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ জুন, ২০২২ ১১:০৯ : পূর্বাহ্ণ
বিজেপি নেত্রী নূপুর শর্মা
Rajnitisangbad Facebook Page

হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার। কোনো ভারতীয় দর্শককে কাতারে ঢুকতে দেয়া হবে না।

এদিকে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেপ্তারের দাবি জানিয়ে কলকাতার হাওড়ার ডোমজুরসহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ হয়েছে। ইমাম অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন এই অবরোধ ডাকেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবরোধ তোলার দাবি করে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষকে দফায় দফায় অনুরোধ জানান।

দীর্ঘ ১১ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ ও অবরোধের নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বাংলায় হিন্দু-মুসলিমের মধ্যে কোনো সংঘাত নেই। দিল্লির ঘটনা নিয়ে বাংলার সাধারণ মানুষকে কেন ভোগাচ্ছেন? আমি চাইলেই তুলে দিতে পারি, কিন্তু ঝামেলা চাই না। বিজেপির প্রতিবাদ প্রতিবাদ করতে চাইলে ট্রেনে করে দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। মোদির পদত্যাগ চান।

এদিকে দিল্লি পুলিশ নূপুর শর্মা, নবীন জিন্দালের পাশাপাশি এজাহার দায়ের করেছে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নামেও। হেডস্পিচ ছড়ানোর দায়েই এই এজাহার হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর