বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকার প্রার্থী


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ জুন, ২০২২ ১১:০১ : অপরাহ্ণ
বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম।
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্ক যেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের পিছু ছাড়ছে না।

এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের শ্রদ্ধাভরে স্মরণ’ করলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম।

তিনি বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি।

তিনি স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবেও এলাকায় পরিচিত।

শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনা করেন অনেকে।

তবে কেউ কেউ বলছেন এটি ‘স্লিপ অব ট্যাং’।

গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের বকশি দীঘির পাড় এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেন চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। সেখানে তিনি বক্তব্য রাখেন।

ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর যারা কিছু কুচক্রী বিপথগামী সৈনিকের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করেছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

এ প্রসঙ্গে জানতে তাজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভি করেননি।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরকারি গুন্ডার ভয় দেখিয়ে সমালোচনার মুখে পড়েন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু।

একই উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরী প্রচারণায় গিয়ে ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নেওয়া এবং ইভিএমে বাটন টিপে দেওয়ার জন্য লোক রাখার কথা বলে সমালোচনার মুখে পড়েন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর