বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

কুমিল্লা সিটি নির্বাচন: যেসব প্রতীক পেলেন ৫ মেয়র প্রার্থী


প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :২৭ মে, ২০২২ ১১:৩০ : পূর্বাহ্ণ
আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা।

আজ শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

নির্বাচনে মেয়রপদে লড়ছেন ৫ এবং কাউন্সিলর পদে ১৪০ জন।

মেয়রপদে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পান নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি, নিজামউদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া, কামরুল আহসান বাবুল পান হরিণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলামকে দেয়া হয় হাতপাখা প্রতীক।

এর আগে গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। আর কাউন্সিল পদে ১২ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।

কুমিল্লা সিটিতে ভোট হবে আগামী ১৫ জুন। এ সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুমিল্লা সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর