রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে আসলেন যারা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৭ মে, ২০২২ ২:০৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতীয়তাবাদী যুবদলের আট সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আট সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে সুলতান সালাহউদ্দিন টুকুকে, যিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে, যিনি বিগত কমিটির সহসভাপতি। সিনিয়র সহসভাপতি পদে আনা হয়েছে মামুন হাসানকে, যিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

সহসভাপতি পদ দেওয়া হয়েছে নুরুল ইসলাম নয়নকে, যিনি আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে, ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীনকে।

সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকার, যিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। দপ্তর সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান দুলালকে (সহসভাপতির পদ মর্যাদা)।

সরকারবিরোধী আন্দোলন শুরুর আগে সংগঠনগুলোকে সংগঠিত করার অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর অংশ হিসেবে শুক্রবার এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আবার আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষেও পূর্ণাঙ্গ না হওয়ায় ওই কমিটি দিয়েই চলছিল সংগঠনের কার্যক্রম।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর