শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

লেগুনায় বাসায় ফিরছিলেন শ্রমিকরা, ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ মে, ২০২২ ৯:৪৬ : পূর্বাহ্ণ
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের সলঙ্গার রামারচরে মুখোমুখি সংঘর্ষে পাথরবাহী ট্রাক ও লেগুনা দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার পাঁচ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় ৬ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় মৃত ও আহতরা সবাই লেগুনার যাত্রী এবং ধান কাটার শ্রমিক ছিলেন। তারা ঢাকা থেকে নাটোরে ফিরছিলেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম এবং গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, একদল ধান কাটা শ্রমিক কাজ শেষে নিজেদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া ও গুরুদাসপুরে লেগুনাযোগে ফেরার পথে সলঙ্গা থানার নাটোর-বনপাড়া মহাসড়কের রামারচরে দুর্ঘটনার কবলে পড়েন। বেপরোয়া চলাচলরত ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর