মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ মে, ২০২২ ১১:১১ : পূর্বাহ্ণ
খালেদা জিয়া
Rajnitisangbad Facebook Page

আবারও জ্বরে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে। শরীরের অন্যান্য প্যারামিটারও অবনতির দিকে। এসব পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন ধরে জ্বর ওঠানামা করছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর