বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না, ফখরুল দিবাস্বপ্ন দেখছেন: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :১১ মে, ২০২২ ৫:৫১ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Rajnitisangbad Facebook Page

‘বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে’-গতকাল বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘উনি (মির্জা ফখরুল) তো দিবাস্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারা দেশকে আবার অন্ধকার করে ফেলবেন।’

আজ বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, ‘আপনারা তো সারা দিন সংবাদ সংগ্রহ করেন, এমন পরিস্থিতি কি দেখছেন?’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জনগণ যদি সঙ্গে না থাকে তাহলে কোনো আন্দোলন সফল হয় না। শুধু আস্ফালনই হয়। জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে। জনগণ জানে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। কারণ তিনি জনগণকে যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান। দেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই দেশের অগ্রগতি হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে।’

আসাদুজ্জামান বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় গিয়ে তারা দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। দেশের জনগণ কিন্তু তা চায় না। আমরা তো দেশের জনগণকে নিয়ে রাজনীতি করি। আমাদের রাজনীতি হলো জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষ। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। এবার ঈদের সময় দেখুন, কোথাও কোনো ত্রুটি হয়নি। কোনো জায়গায় কোনো ছিনতাই হয়নি। কাজেই আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করেন, তারা দেশপ্রেম নিয়ে কাজ করেন। আর এ জন্যই এটা সম্ভব হয়েছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার তারা সক্ষমতা রাখে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর