মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার


প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :২০ মার্চ, ২০২২ ৪:৩৭ : অপরাহ্ণ
নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় আজ রোববার শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছেন।

নারায়ণগঞ্জ সদর নৌথানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চটির বেশিরভাগ যাত্রীই শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চটির নাম ‘এমএম আশরাফ উদ্দিন’। রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনায় ১৫-২০ জনের মতো মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা নিখোঁজ রয়েছেন।

এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিলো।

নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া যাত্রী জাকির হোসেন জানান, পেছন থেকে একটি কার্গো জাহাজ এই লঞ্চকে ধাক্কা দিলে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি তলিয়ে যায়। ততক্ষণে অনেক যাত্রী লাফিয়ে পানিতে পড়ে সাঁতার দিয়ে তীরের দিকে যায়। এ সময় লঞ্চে অন্তত ৪০ যাত্রী ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর