বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির বড় ব্যবসায়ীরা জড়িত: তথ্যমন্ত্রী


প্রতিনিধি, ঠাকুরগাঁও প্রকাশের সময় :৯ মার্চ, ২০২২ ১০:২৪ : অপরাহ্ণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কিছু বড় ব্যবসায়ী জড়িত রয়েছে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘আমরা মন্ত্রীরা মাঠ পর্যায়ে গিয়ে জনগনের কথা শুনতেছি। বিএনপি সব বিষয় নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াতেই ব্যস্ত রয়েছে। করোনার কারণে এবং যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মির্জা ফখরুল আর রিজভী সাহেব শুধু দলীয় কার্যালয়ে বসে থাকেন। সেজন্য তারা নানা উদভ্রান্তের মত কথা বলেন।’

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রনে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়। সরকার সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।’

আরও পড়ুন: সরকারের লোকজন সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়। প্রথমত তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে-বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনেই দন্ডপ্রাপ্ত আসামী, এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। সেজন্য বিএনপির নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই।’

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও জেলার স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর