শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে গেলো ট্রেন, মৃত্যু ৩


প্রতিনিধি, দিনাজপুর প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

ওই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে জানা গেছে।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে বিরামপুর-হাকিমপুর রেলপথের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে পার্বতীপুরের মধ্যপাড়া এলাকার হালিম সাহার ছেলে হাফিজুর রহমান সাহা (৪০)।

বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিলো।

স্থানীয়রা জানান, সকালে প্রচণ্ড ঘন-কুয়াশা থাকায় রেলগেট দেখা যাচ্ছিলো না। আবার রেলগেটে কোন গেটম্যানও ছিল না। এসব কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

গেটম্যান সাইফুজ্জামান জানান, রেলগেটের বেরিয়ারটি দুই তিন দিন থেকে নষ্ট হয়ে রয়েছে। চেইন টানা ছিল। কিন্তু দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারের চালক ওভারটেক করে রেল গেটের উপর উঠে যায়, ফলে দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি প্রাইভেট রেলগেটের উপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর