সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

ব্রাজিলের গোলবন্যায় ভাসলো প্যারাগুয়ে


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০৬ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিল গোল বন্যায় ভাসালো প্যারাগুয়েকে।

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে গিয়ে ড্র করলেও এদিন প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসায় তারা।

বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

তিনটি গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি। শেষ গোলটি করেন রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার রদ্রিগো।

ম্যাচটিতে পুরো একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা।

২৮তম মিনিটে মারকুইনহোসের পাসে প্রতিপক্ষের জাল খুঁজে নেন রাফিনহা।

বিরতির পর আরও তিন গোল করে ব্রাজিল। ৬২তম মিনিটে ফিলিপে কুতিনহোর করা দলের দ্বিতীয় গোলটিতেও অ্যাসিস্ট করেন মারকুইনহোস।

ব্রাজিল শেষ দুই গোল পায় ম্যাচের অন্তিম মুহূর্তে।

৮৬তম মিনিটে অ্যান্থনির গোলের দুই মিনিট পর প্যারাগুয়ের জালে শেষ বলটি পাঠান রদ্রিগো।

কোচ তিতে দুজনকে মাঠে নামান বদলি হিসেবে।

সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল রেকর্ড ৬১ ম্যাচে।

এবারের বাছাইয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা।

এই অঞ্চলের বাছাইয়ে অংশ নিয়েছে ১০ দেশ। সেখান থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার টিকিট পাবে কাতার বিশ্বকাপের।

পাঁচে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে- অফ।

আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর