শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

ক্ষমতা দখল করে শোষণের নাম দিয়েছে রোল মডেল, সরকারকে আক্রমণ রিজভীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ জানুয়ারি, ২০২২ ৯:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘বিশ্বের ১০০টির বেশি দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন দেশ এই রোল মডেলের কথা বলেছে, অনুসরণ করেছে তা জনগণ জানতে চায়।’

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশটাকে নিয়ে আজ ভাগ বাটোয়ারার হাট বসেছে। আজ সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে, এর মানে কী?’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত সরকারের প্রতি অতিষ্ঠ ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। গণতন্ত্র, ভোটাধিকার ফিরে পেতে চায়।’

রিজভী বলেন, ‘মুক্তিযুদ্ধে রক্ত ঢেলে দেওয়া আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষ কখনো চায়নি।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর। এই আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চক্র গণতন্ত্রকামী মানুষকে গুম, খুন, অপহরণ করতে গিয়ে দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে।’

আরও পড়ুন: ‘গুম’ হওয়া ব্যক্তির স্বজন থেকে লিখিত কাগজে সই নেওয়া হচ্ছে, অভিযোগ আসকের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর