বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

৬ ফুট ৮ ইঞ্চির জেমিসনের সামনে মুমিনুলের ছবি ভাইরাল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২২ ৬:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

উচ্চতার জন্য নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনের চোখে চোখ রাখা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন।

সবচেয়ে কঠিন সম্ভবত মুমিনুল হকের জন্য।

সদ্য শেষ হওয়া মাউন্ট মঙ্গানুই টেস্টের একপর্যায়ে সম্ভবত সেই চেষ্টাই করলেন বাংলাদেশ অধিনায়ক।

ওই ছবি তুমুল আলোচনার জন্ম দিলো ইন্টারনেটে; যা নিয়ে এবার টুইট করলেন বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও।

হতাশায় কোমরে দুই হাত দিয়ে ক্রিজের পাশে দাঁড়িয়ে আছেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জেমিসন।

সামনে বেশ আয়েশী ভঙ্গিতে তাকিয়ে তার বুক উচ্চতার মুমিনুল।

এক হাত কোমড়ে, আরেক হাতে ব‍্যাট মাটিতে ছোঁয়ানো।

ডান পা ঘুরিয়ে বাম পায়ের পাশে রেখে দাঁড়িয়ে মুখ তুলে চোখ রেখেছেন কিউই পেসারের দিকে।

সেদিকে অবশ্য ভ্রূক্ষেপ নেই জেমিসনের। হতাশায় তাকিয়ে আছেন তিনি দূরে কোথাও।

এই ছবি টুইট করে বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরুসিংহে লেখেন-‘হেই মিনি (মমিনুল), সে কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না…।’

জেমিসন ও নিউজিল্যান্ডের অন্য তিন পেসারকে সামলেই প্রথম ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল।

৬ ঘণ্টার বেশি উইকেটে কাটিয়ে ২৪৪ বল খেলে করেন ৮৮।

দ্বিতীয় ইনিংসেও দলের জয়ের সময় বাংলাদেশ অধিনায়ক ছিলেন ক্রিজে।

এখানে জেমিসনের কথা বললেও, বাংলাদেশের কোচ থাকার সময় হাথুরুসিংহে নিজেই মুমিনুলকে উপেক্ষা করতেন বলে অভিযোগ ছিল সেই সময়।

যাকে লংকা কোচ তার আদুরে নাম দিয়েছিলেন ‘মিনি।’

আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর