শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

৪৯ বছরের রেকর্ড ভাঙলেন লেভানডভস্কি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২১ ১১:৪১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বুন্দেস লিগায় রবার্ট লেভানডভস্কির রেকর্ডের রাতে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

অ্যালিয়াঞ্জ এরিনায় ভলফসবুর্গকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

এই ম্যাচে বুন্দেস লিগায় জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে ছাড়িয়ে গেছেন লেভানডভস্কি।

জার্মানির ঐতিহ্যবাহী এই লিগে এক পঞ্জিকাবর্ষে মুলারের করা সর্বোচ্চ ৪২ গোলের ৪৯ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি।

কীর্তিময় ম্যাচে পোলিশ স্ট্রাইকার ছাড়া বাভারিয়ানদের হয়ে গোলের দেখা পেয়েছেন তারকা ফরোয়ার্ড থমাস মুলার, লেরয় সানে ও উপামেকানো।

উড়ন্ত এই জয়ে বুন্দেস লিগায় নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে এফসি বায়ার্ন। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে তারা।

আরও পড়ুন: ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

এদিকে, সিরি আ’তে সালেরনিতানার জালে রীতিমতো গোল উৎসব করেছে ইন্টার মিলান। নেরাজ্জুরিদের হয়ে ৫ গোল করেছেন ভিন্ন ভিন্ন পাঁচ ফুটবলার।

১১ মিনিটে শুরুটা করেন ইভান পেরেসিচ। এরপর একে একে স্কোরশিটে নাম লেখান দেনজেল দুমফ্রিয়েজ, আলেক্সিস সানচেজ, লতারো মার্তিনেজ ও রবার্তো গ্যাজলিয়ার্দিনি।

দুরন্ত জয়ে ইতালিয়ান লিগে নিজেদের অবস্থান আরও শক্ত-পোক্ত করেছে ইন্টার। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে তারা।

আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর