বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২১ ৫:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের।

আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শামসুন্নাহার সিনিয়রের একমাত্র গোলে জয়ের হাসি হাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার।

এরপর বাকি অংশ রক্ষণ আগলে খেলে বাংলাদেশ। পুরো সময়ে শত চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি ভারত।

আরও পড়ুন: এবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব আল হাসান

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দেয় ভুটানকে। এবার তৃতীয় ম্যাচে স্বাগতিকরা হারাল ভারতকে।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা।

অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

আগামী রোববার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন: ৪২ কোটি টাকার মুকুট মাথায়, আরও যেসব সুবিধা পাচ্ছেন বিশ্বসুন্দরী হারনাজ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর