শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রীকে পিষে মারলো ট্রাক, সড়ক অবরোধ


প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২১ ১১:৪০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাল বোঝাই ট্রাকচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো-সানজিদা আক্তার ইভা ও ফাহমিদা আক্তার। তারা দুজন ফুপাতো বোন।

মৃত সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে।

সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর ফাহমিদা সেগুনবাগিচা রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আহত মোটরসাইকেল চালক আরিফ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আরিফ হোসেন তার মেয়ে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে করে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

পথে তালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়।

এ সময় তারা ছিটকে পড়লে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্রী মারা যান।

খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ সময় চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।

সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর থেকে বাবার সঙ্গে মোটরসাইকেল করে সানজিদা ও ফাহমিদা কেরোয়ায় গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি পালেরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই দুই শিক্ষার্থী।

তিনি জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছে স্থানীয় জনতার অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ২ হাজার ৩৩৩ টাকা

আরও পড়ুন: দেখে নিন শাহরুখের ম্যানেজার পূজা কে, কী করতে হয় তাকে

আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর