বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

‘এটা ইকবাল পাগলের কাজ নয়, এর সঙ্গে আরও বড় বড় পাগল জড়িত’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন মাজীদ রাখার ঘটনা প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ‘পবিত্র কুরআন মাজীদের অবমাননা-এটা ইকবাল পাগলের কাজ নয়। এর সঙ্গে আরও বড় বড় পাগল জড়িত। হিন্দু বা মুসলমান বলেন, কোনো ধর্মপ্রাণ মানুষই অন্য কোনো ধর্মের প্রতি এভাবে অবমাননা করতে পারে না। এর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। কেউ কেউ নাকি বাংলাদেশ দখলেও ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কর্নেল অলি হুঁশিয়ার করে বলেন, ‘বাংলাদেশের প্রতি কেউ কোনো রকমের চোখ দিলে সেই চোখ এদেশের জনগণ উঠিয়ে নেবে। কারণ রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতা কারও বাপের দেওয়া সম্পত্তি নয়। আমার বয়স হয়েছে, কিন্তু মাথা এখনো ঠিক আছে। নিজে বন্দুক চালাতে না পারলেও যারা চালাবে-তাদেরকে তো পরামর্শ দিতে পারবো।’

এলডিপি সভাপতি  অভিযোগ করে বলেন, ‘গত ১২ বছরে এ সরকারের আমলে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত-তারাও আজ শত শত কোটি টাকার মালিক হয়েছে। সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভেঙে এখন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। যার অর্ধেকই লুটপাট হয়ে যাচ্ছে। এ সরকারের সময় আর বেশিদিন নেই।’

কর্নেল অলি বলেন, ‘খালেদা জিয়াকে বিনাকারণে জেলে পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের উচিত এখনই তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া।’

সরকারের উদ্দেশে এলডিপি সভাপতি বলেন, ‘জাতীয় সরকার ছাড়া এ জাতির মুক্তি নেই। এ দেশকে বাঁচাতে হলে, এদেশের মানুষকে বাঁচাতে হলে অবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব জাতীয় সরকার গঠন করুন। মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিন। জাতীয় সরকার এসে ধ্বংস হয়ে যাওয়া সমস্ত প্রতিষ্ঠান ঠিক করার পর নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এর মাধ্যমেই দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

সভায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘কুমিল্লা নামে বিভাগ না করলে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

সভায় আরও বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ড. এনামুল রশিদ, সৈয়দ মাহবুব হোসেন, সহসভাপতি আবু জাফর সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, ড. আমেনা ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর