সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

পাটুরিয়ায় ফেরি কাত হয়ে ১৭টি ট্রাক ডুবে গেছে পদ্মায়


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২১ ১০:৫০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে একটি ফেরি একপাশে কাত হয়ে পদ্মা নদীতে আংশিক ডুবে গেছে। ফেরিতে থাকা কমপক্ষে ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

আমানত শাহ নামের এই ফেরিটি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে আসছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে আসে ফেরিটি। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি যেই ফেরিতে ছিলেন, সেটি থেকে কিছু দূরে ছিল শাহ আমানত ফেরিটি। মাঝনদীতে পৌঁছালে পদ্মার স্রোত বেড়ে যায়। সে সময় তিনি দেখেন পেছনের ওই ফেরিটিতে পানি উঠছে। ঘাটের কাছাকাছি পৌঁছাতেই কাত হয়ে পানিতে তলিয়ে যায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর