বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

আওয়ামী লীগ নিজেদের এজেন্ট দিয়ে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার পেছনে আওয়ামী লীগের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষুব্ধ। মানুষ আন্দোলন করবে। এ জন্য মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নিজেদের এজেন্ট দিয়ে আওয়ামী লীগ কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রামেও বিভিন্ন সমস্যা তৈরি করে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এদেশের মানুষ ভালো করেই জানে আওয়ামী লীগের অধীনে যদি কোনো নির্বাচন হয় তাহলে সে নির্বাচন কোনো দিনই সুষ্ঠু হবে না। তাই দানবীয় ও ফ্যাসিস্ট সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে জনগণকে নিয়ে অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে দেশের জনগণের সরকার গঠন করতে হবে।’

চারটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কিসের সার্চ কমিটি। নিজেদের পছন্দের লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হবে। আবার তারা হুদা মার্কা কমিশন গঠন করবে। যারা দিনের ভোট আগের রাতে নিয়ে নেয়। বিএনপি এই ফাঁদে পা দেবে না।’

বিরোধী দল সভা-সমাবেশ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভন্ডুল করে দেওয়া হয় অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলের নেতা–কর্মীদের মাঠে নামতে দেওয়া না।’

দলের নেতা-কর্মীদের ফেসবুককেন্দ্রিক রাজনীতি থেকে সরে এসে সত্যিকারের রাজনীতি করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বুদ্ধিমত্তা ও কৌশলের সঙ্গে আন্দোলন করতে হবে। ফেসবুকে রাজনীতি করলে চলবে না।’

সভায় নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর