মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

‘ভোট টেম্পারিংয়ে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রধানমন্ত্রী আর এটি চান না’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৪ এপ্রিল, ২০২৪ ৪:০৩ : অপরাহ্ণ
গতকাল শনিবার বিকেলে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

‘ভোট টেম্পারিংয়ের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর এটি চান না। আগামী নির্বাচন আরও কঠিন হবে।’

অতীতের জাতীয় সংসদ নির্বাচনকে ইঙ্গিত করে এমন কথা বলেছেন জামালপুর–১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ।

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচন দেখবেন যে আরও কঠিন হবে এবং এটিই হওয়া উচিত। জনগণ কর্তৃক নির্বাচিত নেতা হোক। যাই-তাই নির্বাচনে দাঁড়াবে, জোড়াতালি দিয়ে পাস করে যাবে, পরবর্তী পর্যায়ে এগুলো হবে না।’

গতকাল শনিবার বিকেলে বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য নূর মোহাম্মদ আরও বলেন, ‘যে ভোটে নির্বাচিত হবে, তাকে দুটো কথা কয়ে আরাম পাবেন। উনিও কথা শুনে আরাম পাবে। আপনি দুটো গাল পারবেন যে, আপনাকে ভোট দিয়েছি। আর এখন যদি কিছু কন, তবে তারা বলবে, আপনার ভোটে তো আমি এমপি হইনি, চেয়ারম্যান হইনি। অনেক চেয়ারম্যান কথা শুনে না। কী জন্য কথা শুনে না। ভোট লাগে না।’

নেতাকর্মীদের উদ্দেশে এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি আমার দলের প্রার্থীকে জিতানির জন্য দুই নম্বরি চিন্তা–ভাবনা করবো, ওটাও কিন্তু আমি করবো না। আপনাদের সবার সামনে বললাম। ফেয়ার ভোটে জিতা লাগবে। ফেয়ার ভোটে জিততে হবে। যদি আপনারা সিঙ্গেল (একক প্রার্থী) হন, তারপরেও কিন্তু আমি আমার প্রার্থীকে জিতানির জন্য আমি আমার ভোট চামু।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর