বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ | ১১ বৈশাখ, ১৪৩১ | ১৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

খালেদা জিয়া বন্দি না মুক্ত, প্রশ্ন জাফরুল্লাহর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দি নাকি মুক্ত-এমন প্রশ্ন রেখে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া যদি মুক্ত হন তবে তিনি যেন হুইলচেয়ারে করে হলেও চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান।’

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের উদ্দেশে করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া যদি মুক্ত হয়ে থাকেন তাহলে দেশবাসীর প্রত্যাশা কী ছিল? জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য অন্তত হুইলচেয়ার করে তাকে চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাবেন। আরো সুন্দর হতো তার হুইলচেয়ার যদি জাইমা (তারেক রহমানের মেয়ে) ঠেলে ঠেলে নিয়ে যেতো। খালেদা জিয়া কি যেতে পেরেছেন? সেটা যদি হতো তাহলে আজ এখানে ঝড় বইতো। আর যদি বেগম খালেদা জিয়া বন্দি থাকেন তাহলে তাকে মুক্তির ব্যবস্থা করুন।’

খালেদা জিয়া সাহসী নারী উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন আমি বলেছিলাম, ট্রানজিট দিয়েন না। তিনি আমার পরামর্শ নিয়েছিলেন। আজকে দেখেন, ট্রানজিটে কী পরিমাণ লুট হচ্ছে। এজন্য বলি আমাদের খালেদা জিয়াকে দরকার।’

বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মেনমেন করা বাদ দেন, মাঠে নামেন।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর