শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

জামায়াত নেতাদের মুক্তি চেয়ে অলি বললেন, ‘অন্যায়-অবিচারের পরিণতি কখনও ভালো হয় না’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এলডিপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সাংবিধানিক অধিকার। সরকার অন্যায়ভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাদের গ্রেপ্তার করেছে, যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের পার্টির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল। এতে দোষের কিছু নেই।’

এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি, সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত সকল নেতাদের মুক্তি দিবেন।’

জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক অলি আহমদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায়-অবিচারের পরিণতি কখনও ভালো হয় না।’

উল্লেখ্য, গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম ও কোরবান আলী।

আরও পড়ুন: প্রকাশ্যে মাঠে নামলো জামায়াত, নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর