সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

প্রকাশ্যে মাঠে নামলো জামায়াত, নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দীর্ঘ দিন পর প্রকাশ্যে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন তারা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলায় রাস্তা বন্ধ করে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে।

কাজলা ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে দলটির কয়েক হাজার নেতা-কর্মী একটি মিছিল নিয়ে যাত্রাবাড়ী টোল প্লাজার সামনে এসে জড়ো হয়।

এ সময় রাস্তায় অসংখ্য যানবাহনের ভিড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের তৈরি হয়।

বিক্ষোভ সমাবেশে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করে দ্রুত চলে যান।

জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দীর্ঘ দিন ধরে আড়ালে তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন।

আড়াল থেকে বের হয়ে আজ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রকাশ্যে সড়ক বন্ধ করে বিক্ষোভ করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি।

উল্লেখ্য, গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন-জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম ও কোরবান আলী।

আরও পড়ুন: প্রকাশ্যে মাঠে নামলো জামায়াত, নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর