শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

মিয়ানমারের উদাহরণ টেনে মেজর হাফিজের প্রশ্ন, আমরা কয়জন রাজপথে নেমে এসেছি?


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৪৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মিয়ানমারের উদাহরণ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রশ্ন রেখেছেন, ‘পার্শবর্তী দেশ মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। সেখানে দেড় লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে আন্দোলন করছে। আমরা কয়জন রাজপথে নেমে এসেছি?’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে, কিন্তু শেখ হাসিনার সরকার মাঠেই নামতে দিচ্ছে না। শেখ হাসিনার শাসন সেনাবাহিনীর শাসনের চেয়েও খারাপ। এই সরকারের সময় শেষ হয়ে গেছে।’

আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বরিশালে জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর হাফিজ বলেন, ‘এই সরকারকে সরিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আপনারা মঞ্চের সামনে এসে স্লোগানে আগুন জ্বালান। এই রাজনীতি বাদ দিন। মঞ্চে আগুন জ্বালানোর দরকার নেই। শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাতে হবে। এ জন্য রাজপথে নামতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজেকে প্রশ্ন করুন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আপনি বিএনপি করেন কি না? মৃত্যুর পর তার কোনো বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স ছিল না। আমরা কি তার সেই আদর্শ ধরে রাখতে পেরেছি আজকে? নিজেকে জিজ্ঞাসা করুন।’

মেজর হাফিজ বলেন, ‘এখন কালো কোর্ট গায়ে দিলেই মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া যায়। যুদ্ধের সময় ছিলাম ৮০ হাজার মুক্তিযোদ্ধা। এখন আওয়ামী লীগের বদৌলতে হয়ে গেছে আড়াই লাখ মুক্তিযোদ্ধা। এইসব শরণার্থী মুক্তিযোদ্ধারা ৭১ সালে কোথায় ছিলেন জানি না।’

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব উর রহমান হাবিব, ছয় সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, ডা. শাহাদাত হোসেন, তাবিথ আওয়াল, মোসাদ্দেক হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান, যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুল কবির বাদরু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর