শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

দিনাজপুর সীমান্তে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক


রাজনীতি সংবাদ প্রতিনিধি, দিনাজপুর প্রকাশের সময় :২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুর সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের ওই সদস্য বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে। সন্দেহভাজন বিএসএফ সদস্য নিশ্চিত হলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন: সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর