শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার: হাসনাত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৪ : অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
Rajnitisangbad Facebook Page

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে এতোদিন সম্পর্ক ছিল নতজানু সম্পর্ক। কিন্তু উপদেষ্টা আসিফ বলে দিয়েছেন, এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার।’

গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র-নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে, ষড়যন্ত্র আসবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদের রক্তের সঙ্গে বেঈমানি না করে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য ৫ আগস্টের আগে যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান ছিল সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, আমাদের দল, মত, সংখ্যালঘু, সংখ্যাগুরু, ধর্মপরিচয় সবকিছুর উর্ধ্বে উঠে সবার পরিচয় ছিল বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ। একইভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ, চাঁদাবাজি বনাম বাংলাদেশ, টেন্ডারবাজি বনাম বাংলাদেশ।’

৫ আগস্ট পরবর্তীতে আরেকটি সংগ্রাম শুরু হয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের রক্তের যেই দায়ভার সেই দায়িত্বটি পালন করতে হবে। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব তাদের রক্তের ঋণ পরিশোধ করা।’

অতীতের নেতৃত্বের সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, ‘বার্ধক্যের নেতৃত্ব তরুণ প্রজন্মের মনন, চিন্তা, মগজ বুঝতে পারেনি। এতে একটি দূরত্ব তৈরি হয়েছে।’

এর আগে গত ১০ সেপ্টেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ওইদিক (ভারত) থেকে যদি তারা একটা গুলি ছোড়ে, তাহলে এদিক (বাংলাদেশ) থেকে ১০টি গুলি চালাতে হবে।’

আরও পড়ুন: ভারত একটা গুলি চালালে ১০টি গুলি চালাতে হবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর